ভোরাই এর সমীক্ষা শেষে ফুড কুপন বিলি করা হল আদিবাসী পরিবারের জন‍্য

3rd September 2020 6:58 pm বীরভূম
ভোরাই এর সমীক্ষা শেষে ফুড কুপন বিলি করা হল আদিবাসী পরিবারের জন‍্য


মহঃ আজহারউদ্দিন ( বীরভূম ) : ভাঁড়কাটা গ্রামপঞ্চায়েতের জেঠিয়া, পলাশবুনি, ঢোলকাটা গ্রামগুলিতে শনিবার থেকে সমীক্ষা শুরু করেছিল বীরভূম জেলা প্রশাসনের নির্দেশে আদিবাসী সংগঠন ভোরাই । বৃহস্পতিবার ওইসব গ্রামগুলিতে সাময়িক ফুড কুপন বিলি করা হল প্রশাসনিক ভাবে । পরবর্তীতে সেইসব গ্রামগুলিতে রেশন কার্ডের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সদর মহকুমা শাসক রাজীব মন্ডল । প্রায় সাড়ে চারশো মানুষের হাতে এদিন ফুড কুপন তুলে দেওয়া হয় । উল্লেখ্য কৃষিমন্ত্রী ডঃ আশীষ বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছিলেন ওই এলাকার আদিবাসী মানুষরা । মন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দেন উপযুক্ত প্রমানপত্র দেখে সকলের রেশন কার্ডের ব্যবস্থা করতে । সেই নির্দেশেই সমীক্ষার কাজ শুরু করে ভোরাই । আজ সকাল থেকেই গ্রামগুলি রেশন কার্ড বিলি করা হয় । স্থানীয় এক আদিবাসী মহিলা মহামতি হেমরম জানান দীর্ঘদিন আমি রেশনের মাল পায়নি আজ  প্রথম কুপন পেয়ে খুব আন‍ন্দিত । স্থানীয় রেশন ডিলার ফুলমনি হেমরম, পানসুরি মুরমু, এন.কে মন্ডলের কাছে আগামীকাল রেশন তুলতে পারবে ওই এলাকার মানুষজনরা। ভোরাই এর সমীক্ষ‍ক বাবলি হাঁসদা জানান সমীক্ষা করার তিন দিনের মাথায় রেশনের কুপন ওই সব দরিদ্র মানষের হাতে তুলে দিতে পেরে মানসিক শান্তি পেয়েছি ।





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।